Sunirmal basu biography books

          Sunirmal Basu () Poet and writer of children's books, was born in Vikrampur, Dhaka.!

          সুনির্মল বসু

          সুনির্মল বসু

          জন্মনির্মলচন্দ্র
          ( ১৯০২-০৭-২০)২০ জুলাই ১৯০২
          গিরিডি, বিহার, ব্রিটিশ ভারত (বর্তমানে ঝাড়খণ্ডভারত)
          মৃত্যু২৫ ফেব্রুয়ারি ১৯৫৭() (বয়স&#;৫৪)
          পেশাকবি
          ভাষাবাংলা
          জাতীয়তাব্রিটিশ ভারতীয়
          ধরনকবিতা, উপন্যাস, শিশুসাহিত্য
          উল্লেখযোগ্য পুরস্কারভুবনেশ্বরী পদক
          সন্তানঅভীক বসু

          সুনির্মল বসু (২০ জুলাই ১৯০২ - ২৫ ফেব্রুয়ারি ১৯৫৭) একজন বাঙালি কবি ও শিশুসাহিত্যিক।

          জন্ম

          [সম্পাদনা]

          সুনির্মল বসু ১৯০২ সালের ২০ জুলাই (১৩০৯ বঙ্গাব্দের ৪ শ্রাবণ) ভারতের বিহারের অধুনা ঝাড়খণ্ডের গিরিডিতে পিতার কর্মস্থলে তথা মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। সেদিন ছিল শ্রাবণের পূর্ণিমা। তাই তার নাম রাখা হয়েছিল নির্মলচন্দ্র। পরে সুনির্মল রাখা হয়।[১] তাঁর পৈতৃক নিবাস ছিল মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরের মালখানগর। পিতার পশুপতি বসু।[২] সাংবাদিক ও সাহিত্যিক গিরিশচন্দ্র বসু ছিলেন তার পিতামহ এবং বিপ্লবী ও সাহিত্যিক মনোরঞ্জন গুহঠাকুরতা ছিলেন তার মাতামহ।[৩] ছোটবেলা সাঁওতাল পরগণার মনোরম প্রাকৃতিক পরিবেশে তার মনে কবিতা রচনার অনুপ্রেরণ